fbpx

নাম বদলে ভারতে ফিরছে টিকটক!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এক সময় ভারতে তুমুল জনপ্রিয় ছিল টিকটক। জনপ্রিয়তার দিক থেকে এটি ইনস্ট্রাগ্রামকেও হার মানিয়েছিল। তবে চীন-ভারত দ্বন্দ্বের জের ধরে ভারতে টিকটকসহ একাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ করে দেওয়া হয়।

তবে এবার টিকটক ব্যবহারকারীদের জন্য সুখবর আসছে। নাম ও রূপ বদলে তা ব্যবহারকারীদের কাছে ফিরে আসছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ।

জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, টিকটকের মালিক কোম্পানি বাইটড্যান্স  কন্ট্রোলার জেনারেল অফ পেটেন্টস দফতরে এ অ্যাপ্লিকেশনটির নতুন নামের জন্য ফাইল জমা দিয়েছে।

ডিজাইন, ট্রেডমার্ক এই সবকিছুকেই আগেভাগে নিজের করে রেখেই ভারতে আসার পরিকল্পনা করছে সংস্থা, এমনটাই সূত্র থেকে জানা গেছে। টিপস্টার মুকুল শর্মা এই সংবাদটি টুইটারে শেয়ার করেছেন।

প্রসঙ্গত, ২০২০ এর জানুয়ারিতে টিকটক সহ মোট ৫৯টি চীনা অ্যাপে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। ভারতের সার্বভৌমত্ব,সংহতি, প্রতিরক্ষা, দেশের নিরাপত্তা ও শৃঙ্খলার ক্ষেত্রে বিপজ্জনক বলে জানিয়ে সেগুলোকে নিষিদ্ধ করা হয়।

ফলে টিকটকের বাজারে ধস নামে। ভারতে প্রায় ২০ কোটি মানুষ এই অ্যাপ ব্যবহার করতো। ভারতে সংস্থাটি বিশাল আর্থিক  ক্ষতির মুখে পড়ে।

Advertisement
Share.

Leave A Reply