fbpx

নারায়ণগঞ্জে ডাকাত’ সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ‘ডাকাত’ সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহতরা হলেন, সোনারগাঁও উপজেলার মফিজুল একই এলাকার জহিরুল ও নবী। তবে নিহতরা ডাকাত কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত নন বলে জানিয়েছেন আড়াইহাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা।

গতকাল ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) ভোরে এ ঘটনা ঘটে। জানা যায়, এদের মধ্যে জহিরুল লেগুনার মালিক। অন্য দুজন লেগুনার চালক ছিলেন।

ইলমদীবাগ এলাকায় তিনজনকে ‘ডাকাত’ সন্দেহে গণপিটুনি দেওয়া হয়েছে এমন খবরে  ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে দুইজনকে মৃত এবং একজনকে আহত অবস্থা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।

Advertisement
Share.

Leave A Reply