fbpx

নারী সহিংসতার বিরুদ্ধে জার্মান শিল্পী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বজুড়েই বাড়ছে নারীর প্রতি সহিংসতার ঘটনা। নানা প্রান্তে ঘরে বাইরে শারীরিক ও মানসিক নির্যাতনের স্বীকার হচ্ছেন নারী। নারীর প্রতি এমন বিদ্বেষমূলক আচরণের বিরুদ্ধে শিল্পকর্মের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন জার্মান শিল্পী ডেনিস জোসেফ মেসেগ।

বার্লিন স্কয়ারের সামনে ‘ব্রোকেন’ নামের এক প্রদর্শনীতে তিনি তুলে ধরেছেন নারী নির্যাতনের নানান চিত্র। বার্তা দিয়েছেন, ঘরে বাইরে সব রকম সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে।

প্রদর্শণীতে ২২২টি নারী অবয়ব তিনি গোলাপী ট্যাপে ঢেকে দেন। শিল্পী বলেন, ‘ নারীরা তার সঙ্গে ঘটে যাওয়া অনেক নির্যাতনই সয়ে যায়। আমি চাই এসব নিয়ে তাঁরা মুখ খুলুক। সামনে আসুক সব অন্যায়ের চিত্র।‘

নারী সহিংসতার বিরুদ্ধে জার্মান শিল্পী

নারী সহিংসতার প্রতিবাদে প্রদর্শনী ‘ব্রোকেন’
ছবি : সংগৃহীত

 

তিনি আরও বলেন, ‘ কিছু লোক কেন এটি পছন্দ করতে পারে না তা আমি বুঝতে পারি। তবে আমি এই শিল্পকে প্রতিবাদ হিসেবে তৈরি করেছি। একজন শিল্পী হিসেবে এটা আমার উপস্থাপনের ধরণ।‘

Advertisement
Share.

Leave A Reply