করোনার বেহাল দশা থেকে অনেকটাই স্বস্তি ফিরেছে যুক্তরাষ্ট্রে। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে গোটা দেশ। রাস্তা-ঘাট, দোকান, শপিংমল, এমনকি বিনোদন কেন্দ্রগুলোও আবার জমেউঠেছে।

ফ্যাশন সচেতনদের চোখ এখন ম্যানহাটনের দিকে। ছবি: সংগৃহীত
এরই ধারাবাহিকতায়, দীর্ঘ বিরতির পর নিউইয়র্কে আবার শুরু হয়েছে ফ্যাশন উইক। গেল রবিবার শুরু হওয়া এই শো চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে প্যারিস ও লন্ডনে আয়োজিত ফ্যাশন শোতে রেকর্ড দর্শক হয়েছিল। গোটা বিশ্বের ফ্যাশন সচেতনদের চোখ এখন ম্যানহাটনের এই শোয়ের দিকেই।

পোশাকের নকশায় রয়েছে প্রকৃতির ছোঁয়া। ছবি: সংগৃহীত
২০২২ সালের বসন্ত ও গ্রীষ্ম ঋতুকে সামনে রেখে পোশাকে প্রধান্য পেয়েছে বাহারী রঙ্গের খেলা। সেই সাথে আরামের বিষয়টিও প্রাধান্য দেয়া হয়েছে। এতে অংশ নিয়েছেন ক্রিস্টিয়ান সিরিয়ানো, ব্রানডোন ম্যাক্সওয়েল, গাবরিয়েলাসহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডিজাইনাররা।

ছবি: সংগৃহীত
ক্যাটওয়াকে অংশ নিয়েছেন গিগি হাডিডসহ বিখ্যাত সব মডেলরা। নিউইয়র্ক ফ্যাশন উইকে সাধারণত সেলিব্রেটিরাই সামনের সারিতে বসেন। এর মধ্যেই এই শোতে এসেছেন কেটি হোমস, অ্যালিসিয়া সিলভারস্টোন, লিল কিমসহ আরও অনেক তারকা।