fbpx

নিজের আত্মাকে খুশি রাখতে বললেন মাহি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি স্বামীর সাথে ওমরাহ করতে এখন আছেন সৌদি আরব। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলো নায়িকা সেখান থেকে আপডেট দেন কিনা। কিন্তু মাহি সৌদি আরব যাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরব ছিলেন।

সব নিরবতা ভেঙে অবশেষে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিত হলেন। ৩০ নভেম্বর কয়েকটি ছবি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন নায়িকা। ছবিতে কালো বোরকায় আপাদমস্তক ঢাকা মাহি।

নিজের আত্মাকে খুশি রাখতে বললেন মাহি

ছবি: মাহিয়া মাহির ফেসবুক পোস্ট থেকে

ক্যাপশনে মাহি লিখেছেন, নিজের আত্মাকে খুশি করো, সমাজকে  নয়। মাহির পোস্টে এরই ভেতর অসংখ্য লাইক, কমেন্টে ভরে গেছে। সবাই নায়িকার প্রশংসায় পঞ্চমুখ।

মাহি সবসময় নিজের খুশিমতই চলেছেন। ২০১৬ সালে প্রথম স্বামী অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। ২০২১ সালে আলাদা হয়ে যান এই দম্পতি। যদিও বেশ কয়েকবার তাদের বিবাহ বিচ্ছেদের খবর রটেছে। এমনকি আগের সংসার ভাঙার গুঞ্জনের মধ্যেই দ্বিতীয় স্বামী রাকিব সরকারের সাথে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পরে।

অপুর সাথে ডিভোর্সের পরপরই বিয়ে করেন রাকিবকে। দ্বিতীয় স্বামীকে বিয়ে করার পর মাহির জীবন যাপনই আমুল পালটে গেছে।

হঠাৎ করেই তিনি ঘোষণা দেন স্বামীকে নিয়ে ওমরাহ করতে যাবেন। ২৪র নভেম্বর দুজনে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন। বর্তমানে এই দম্পতি সৌদি আরবেই আছেন।

উল্লেখ্য, বর্তমানে এই নায়িকার হাতে রয়েছে ‘ড্রাইভার’, ‘অহংকারী বউ’, ‘যাও পাখি বলো তারে’ সিনেমাগুলো।

Advertisement
Share.

Leave A Reply