দেশের সব ই-কমার্স প্রতিষ্ঠানকে আগামী দুই মাসের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, ‘বাণিজ্য মন্ত্রণালয়ে রেজিস্ট্রেশন করে সব ই-কমার্স প্রতিষ্ঠান এবং এর সঙ্গে জড়িতদের নিবন্ধন নিতে হবে। এ ছাড়া ই-কমার্স ব্যবসা করতে হলে বাংলাদেশ ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ সিকিউরিটি মানি জমা রাখতে হবে।’
নিবন্ধন ছাড়া কেউ ব্যবসা করতে পারবে না জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোয়েন্দা বাহিনীকে নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন, যাতে কেউ নিবন্ধন ছাড়া ব্যবসা করতে না পারে।’
মন্ত্রিসভার বৈঠকে কপিরাইট আইন-২০২১ এর খসড়াও অনুমোদন দেওয়া হয়।