fbpx

নিয়ম ভাঙলে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল আবারও নিষিদ্ধ হতে পারে: সেতুমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নিয়ম ভাঙলে পদ্মা সেতুতে বাইক চলাচল আবারও নিষিদ্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার সকালে পদ্মা সেতুর টোলপ্লাজা পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘বাইকারদের জন্য, বিশেষ করে বাংলাদেশের তরুণ সমাজের জন্য মোটরসাইকেল চলাচলের সিদ্ধান্ত এবং নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবেই দেখতে হবে। কারণ পদ্মা সেতু চালু হওয়ার পর গত কয়েক মাস মোটরসাইকেল চলাচল বন্ধ ছিল। শুরুতেই আমরা তীব্র সংকটের মুখে পড়ি, তখন সেতুই প্রায় অচল হয়ে পড়ে। এমতাবস্থায় আমরা মোটরসাইকেল বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। এখন সময়ের বিবর্তনে আমার মনে হয়, বাইকার যারা আছেন, তারা মোটরসাইকেলে যেতে-আসতে আগ্রহী। তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা জাগ্রত হয়েছে বলে আমাদের বিশ্বাস।’

‘একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই হঠাৎ করে সিদ্ধান্ত দিলেন যে, ঈদ উপলক্ষে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল যেটা বন্ধ ছিল—তা আবার চালু করা হবে। তবে কিছু নিয়ম-কানুন আছে; ৬০ কিলোমিটার এর গতিবেগ থাকবে এবং সেতুর ওপর কোনো প্রকার গাড়ি থামিয়ে ছবি তোলা বন্ধ রাখতে হবে। কোনো অবস্থাতেই লেন অতিক্রম করা যাবে না। আমি আশা করি, যারা ব্যবহার করবেন, মোটরসাইকেলে আসা-যাওয়া করবেন তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন,’ বলেন সেতুমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘পদ্মা সেতু জাতির সম্পদ। এই সম্পদ সুশৃঙ্খলভাবে ব্যবহার করা প্রত্যেক নাগরিকের অবশ্যই করণীয় কর্তব্য। যদি পদ্মা সেতুতে চলাচলে অন্যান্য যানবাহন চলাচলের সংকট হয়, কোনো কারণে অচলাবস্থা হয়—কারো অপব্যবহারের জন্য অথবা কারো নিয়ম-নীতি না মেনে চলার জন্য, পদ্মা সেতু আবারও বাইক চলাচলের জন্য নিষিদ্ধ হয়ে যেতে পারে।’

বাইকারদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘এই উপহার প্রধানমন্ত্রীর, কাজেই উপহারের মর্যাদা আপনারা সব সময় রাখবেন। তাহলে সব সময়ই পদ্মা সেতু খোলা থাকবে বাইকারদের জন্য।’

এসময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যে অন্যায় করবে, নিয়ম মানবে না; তার ব্যাপারে নিয়ম ভঙ্গের যে অভিযোগ আসবে সেটা তো অন্যান্যদের ব্যাপারে আসার কথা নয়। আমার মনে হয়, আজ সকাল থেকে যে শৃঙ্খলাবোধের পরিচয় আমাদের বাইকাররা দিচ্ছেন, তাতে আমরা সবাই খুশি। আমি আশা করি, এই ধারা অব্যাহত থাকবে।’

 

Advertisement
Share.

Leave A Reply