fbpx

নিরব-পূজা নতুন জুটি

Pinterest LinkedIn Tumblr +

বলা যায় বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢালিউড অভিনেতা নিরব। একের পর এক ছবি সাইন করছেন আর চমক নিয়ে হাজির হচ্ছেন।

এবার এই অভিনেতা জুটি হলেন মডেল ও অভিনেত্রী পূজা চেরির সঙ্গে। সৈকত নাসিরের নতুন চলচ্চিত্র ‘ক্যাশ’-এ দেখা যাবে নতুন এই জুটিকে।

নিরব বিবিএসবাংলাকে বলেন, ‘ছবির গল্প ভালো। পূজার সঙ্গে আশা করি এ ছবিতে আমার রসায়ন জমবে।’

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ এভ্রিলের চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে এই ছবিটির মাধ্যমে। ছবিটিতে আরও অভিনয় করছেন, সাঞ্জু জন, এল আর খান সীমান্ত, ফারহান খান রিও, জন জাহিদ।

নতুন বছরের প্রথম সপ্তাহে এ ছবির শুটিং শুরু হবে বলে জানান নিরব।

নিরব-পূজা নতুন জুটি

নির্মাতার সঙ্গে পূজা ও নিরব। ছবি : সংগৃহীত

Share.

Leave A Reply