fbpx

নিরব-মিথিলাকে ভিন্ন রূপে হাজির করলেন মামুন

Pinterest LinkedIn Tumblr +

নিরব-মিথিলা অভিনীত প্রথম চলচ্চিত্র ‘অমানুষ’। শুরু থেকেই ছবিটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। কারণ এ ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে মিথিলার।

বান্দরবান ও সাভারের বিরুলিয়ার বিভিন্ন লোকেশনে এরই মধ্যে ছবির ৮০ ভাগ শুটিং শেষ হয়েছে। বাকি আছে পাঁচ দিনের কাজ। শুটিং শেষ হবার আগেই ছবির ফার্স্ট লুক প্রকাশ করে আবারো আলোচনায় আসলেন নির্মাতা অনন্য মামুন।

নিরব-মিথিলা ভিন্ন লুকে হাজির হন ছবির পোস্টারে, পেছনে সবুজ অরণ্য আর লেটারিং হরফে লেখা ‘অমানুষ’। ফার্স্ট লুকে নিরবকে দেখা গেল একটু ভিন্নরূপে। মাথার চুল ছাঁটা, গলায় তাবিজ, পরনে খাকি পোশাক আর কোমরে সাঁটা রিভলবার। অন্যদিকে নিরবের ঠিক পেছনে রিভলবার হাতে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল মিথিলা।

নিরব জানান, ছবিতে তাকে দুর্ধর্ষ ডাকাত ‘ওসমান’ চরিত্রে দেখা যাবে।

এদিকে নিরবের হাতে রয়েছে সৈকত নাসিরের ‘ক্যাসিনো’, ‘ক্যাশ’, বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’, রোজিনার ‘ফিরে দেখা’,
আসিফ ইকবাল জুয়েলের চোখ।

Share.

Leave A Reply