fbpx

নির্ধারিত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কি না, বিবেচনা করবে সরকার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে হুট করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কি না, সে বিষয়ে সরকার পরে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, করোনা সংক্রমণ এভাবে বাড়তে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে পর্যবেক্ষণের ভিত্তিতে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে সরকার সিদ্ধান্ত নেবে। সরকার বিবেচনা করবে, ৩০ মার্চ খুলবে নাকি পেছাবে। যদি পরিবর্তন হয়, তাহলে সেটি সবাইকে জানানো হবে।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক  প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

টিকা চলে আসায় মানুষ কিছুটা শিথিলভাবে স্বাস্থ্যবিধি মানছে। সংক্রমণ বাড়তে থাকলে, সবাই সতর্ক থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

এর আগে ৩০ মার্চ দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

Advertisement
Share.

Leave A Reply