fbpx

নি:সঙ্গ লড়াকু তামিম আউট, ৩৫ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ১৫৭

Pinterest LinkedIn Tumblr +

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টিম টাইগার। টসে হেরে ব্যাটিংয়ে নামে দেশ। দ্বিতীয় ওভারে অধিনায়ক ওপেনার তামিম ইকবালের সঙ্গী লিটন দাসের শূন্যতে বিদায়। এরপর ক্রিজে সৌম্যও বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ক্যাপ্টেনকে। বিদায় নিয়েছেন ৩২ রানে। তবে মারমুখো ছিলেন। তিন চার, এক ছক্কার ইনিংসে বল খেলেছেন ৪৬ টি।

এরপর বৈরী উইকেট বুঝে উইলো চালিয়েছেন তামিম। ১০৮ বলে ৭৮ রান করে ফিরেছেন প্যাভিলিয়নে অপ্রত্যাশিত রান আউটে। ১১ টি ক্লাসিক চারে সাজানো ইনিংস সেঞ্চুরি পেল না- এ আক্ষেপ সবারই।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৫ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ১৫৭ । ক্রিজে আছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম ও মিথুন।

Share.

Leave A Reply