fbpx

নেত্রী : দ্য লিডার, যেমন দেখা যাবে অনন্ত জলিলকে

Pinterest LinkedIn Tumblr +

সম্প্রতি বিগ বাজেটের ‘নেত্রী- দ্য লিডার’ সিনেমার লুক প্রকাশ করেছেন অনন্ত জলিল। সিনেমাটি বাংলাদেশ, ভারত এবং তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। এমনকি এখানে বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি ভারত এবং তুরস্কের অভিনেতারাও অভিনয় করছেন।

নেত্রী : দ্য লিডার, যেমন দেখা যাবে অনন্ত জলিলকে

‘নেত্রী: দ্য লিডার’ সিনেমায় এই লুকেই দেখা যাবে অনন্ত জলিলকে। ছবি : অনন্ত জলিলের ফেসবুক ওয়াল থেকে

নেত্রী চরিত্রে অভিনয় করছেন নায়িকা বর্ষা। অনন্ত জলিল প্রযোজনা, পরিচালনার পাশাপাশি এই সিনেমায় অভিনয়ও করছেন। এরই ভেতর সিনেমার শুটিং শুরু হয়েছে। এক সাক্ষাতকারে বর্ষা বলেছিলেন নেত্রী চরিত্রে অভিনয় করার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছেন। এছাড়াও তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সব কিছুই আমার ভালো লাগে। আই লাইক হার এভরিথিং।’

সিনেমাটিতে অনন্ত জলিলকে বর্ষার বডিগার্ড চরিত্রে দেখা যাবে। কিছুদিন আগেই শেষ হয়েছে অনন্ত জলিলের আরেকটি যৌথ প্রযোজনার সিনেমা ‘দিন: দ্য ডে’। মুক্তির অপেক্ষায় আছে সিনেমাটি।

Share.

Leave A Reply