fbpx

নেদারল্যান্ডস বিশ্বকাপ দলে ৪১ বছর বয়সী টেন ডেসকাট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রায়ান টেন ডেসকাট নামটি ক্রিকেটপ্রেমীদের বেশ ভালোভাবেই জানার কথা। আইসিসি’র সহযোগী সদস্য দেশসমূহের মধ্যে যে ক’জন ক্রিকেটার বিশ্বমঞ্চে নিজেদের নাম ভালোভাবে প্রতিষ্ঠা করতে পেরেছেন তাঁদের মধ্যে টেন ডেসকাট উপরের দিকেই থাকবেন।

নেদারল্যান্ডসের হয়ে ২০১১ বিশ্বকাপ মাতিয়ে গেছেন। ওই বিশ্বকাপে ৬১.৪০ গড়ে ৩০৭ রান করেছিলেন টেন ডেসকাট; করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি। তবে নেদারল্যান্ডসের হয়ে যতটা নয়, তারচেয়ে বোধহয় অনেক বেশি তাঁকে মানুষ মনে রেখেছে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বা বিপিএলে চিটাগং কিংস, ঢাকা ডায়নামাইটসসহ বিভিন্ন দলের হয়ে মাঠ মাতানোর কারণে। সেটাই স্বাভাবিক, কারণ ২০১১ বিশ্বকাপের পর নেদারল্যান্ডসের হয়ে আর ওয়ানডেই খেলেননি এই ডাচ অলরাউন্ডার। এমনকি ২০১৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে জাতীয় দলে ফেরার আগের নয় বছরে নেদারল্যান্ডসের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিই খেলেছেন মাত্র একটি। বাদবাকি পুরোটা সময় “টেনডো” কে দেখা গেছে দুনিয়াজোড়া ফ্র্যাঞ্চাইজি লিগ বা ঘরোয়া লিগসমূহে খেলে বেড়াতে।

নেদারল্যান্ডস বিশ্বকাপ দলে ৪১ বছর বয়সী টেন ডেসকাট

কলকাতা নাইট রাইডার্সের হয়ে টেন ডেসকাট

সেই রায়ান টেন ডেসকাট এবার ডাক পেয়েছেন নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে। শুক্রবার বিশ্বকাপ দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। তাতে রয়েছে ৪১ বছর বয়সী এই ক্রিকেটারের নাম।

২০১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে শিরোপা জিতেছে নেদারল্যান্ডস। টেন ডেসকাট দীর্ঘদিন পর ফিরেই তাতে বড় অবদান রেখেছেন; হয়েছেন দলের দ্বিতীয় সর্বোচ্চ রান-সংগ্রাহক। জানা গেছে, ক্যারিয়ারের সায়াহ্নে এসে নিজেই শেষবারের মত দেশের হয়ে একটি বিশ্বকাপ খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন টেন ডেসকাট।

নেদারল্যান্ডস বিশ্বকাপ দলে ৪১ বছর বয়সী টেন ডেসকাট

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টেন ডেসকাট

নেদারল্যান্ডসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন পিটার সিলার। দলে রয়েছে স্টিভেন মাইবার্গ, বেন কুপার, পল ভ্যান মিকারেন, রোয়েলফ ভ্যান ডার মারওয়াদের মত পরিচিত নাম। নেদারল্যান্ডসের বেশকিছু ক্রিকেটার ইংলিশ কাউন্টি মৌসুমসমূহে নিয়মিত খেলে থাকেন, খেলেন দুনিয়াজোড়া ফ্র্যাঞ্চাইজি লিগসমূহেও।

নেদারল্যান্ডস বিশ্বকাপ দলে ৪১ বছর বয়সী টেন ডেসকাট

নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল

বিশ্বকাপের প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস। ‘এ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, নামিবিয়া ও আয়ারল্যান্ড। ১৮ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নেদারল্যান্ডসের বিশ্বকাপ মিশন।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল: পিটার সিলার (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, ফিলিপে বয়েসভেইন, বাস ডে লিড, পল ভ্যান মিকারেন, বেন কুপার, ম্যাক্স ও’ডড, স্কট এডওয়ার্ডস, রায়ান টেন ডেসকাট, টিম ভ্যান ডের গুগটেন, রোয়েলফ ভ্যান ডার মারওয়া, ব্র্যান্ডন গ্লোভার, ফ্রেড ক্লাসেন, লোগান ভ্যান বিক, স্টিফেন মাইবার্গ।

Advertisement
Share.

Leave A Reply