fbpx

নোভা ৮ এর নতুন ফোন আনছে হুয়াওয়ে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলতি মাসেই নোভা ৮ সিরিজের নতুন দুই ফোন আনছে হুয়াওয়ে। আগামী ২৩ ডিসেম্বর নোভা ৮ ও নোভা ৮ প্রো ফোন দুটি উন্মোচন করা হবে। গেল মাসে নোভা ৮এসই উন্মোচন করেছিলো চীনের এই টেক জায়ান্টটি।

চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। জানা গেছে, ফোনগুলোতে কিরিন চিপসেট রাখা হয়েছে। এছাড়া ৪ থেকে ৫টি ক্যামেরা থাকবে বলেও জানা গেছে। তবে ফোন দুটির দাম সম্পর্কে তেমন কিছু জানা যায় নি।

একইসঙ্গে স্মার্টওয়াচ ফিট আনারও ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। জানা গেছে, এখানে ১.৬৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, এসপিও সেন্সের, জিপিএস থাকবে। আর ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে টানা ১০ দিন পর্যন্ত।

প্রসঙ্গত, গেল নভেম্বরেই নোভা ৮ এসই বা ইনজয় ২০ এসই ফোনটি বাজারে আসে। সাড়ে ৬ ইঞ্চির ফোনটিতে আছে ৪টি রিয়ার ক্যামেরা। ব্যাটারি ৩৮০০ এমএইএইচ, ৮ জিবি র‍্যাম ও স্টোরেজ১২৮ জিবি। ফোনটির মূল্য ৪৬৯ ডলার থেকে ধরা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply