fbpx

নৌকার ধাক্কায় ভেঙে পড়ল সেতু

Pinterest LinkedIn Tumblr +

১৯৯৯ সালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বিলের ভেতর নির্মাণের করা হয় সেতু। সেতু নির্মাণের ২২ বছরেও সেখানে হয়নি কোন সংযোগ সড়ক। অবশেষে নৌকার ধাক্কায় ভেঙে পড়লো সেতুটি।

গতকাল ৩ সেপ্টেম্বর (শুক্রবার) একটি নৌকার ধাক্কায় সেতুটি ভেঙে পড়ে পানিতে।

২২ বছর আগে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামের সঙ্গে কৃষ্ণনগর গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলের জন্য সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ১৯৯৯ সালে আখাউড়া উপজেলা এলজিইডি’র অধীনে বনগজ ও কৃষ্ণনগর গ্রামের মধ্যবর্তী নয়াখালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। সেতুটির দুই গোঁড়ায় কোন মাটি ছিলনা। সেতুটি সমতল থেকে অন্তত ১৫ ফুট উঁচু হওয়ায় ওই সেতুতে কেউ ওঠানামা করতে পারতো না। আর গত ২২ বছরেও সেতুর সাথে হয়নি কোন সংযোগ সড়ক।

জানা যায়, গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে ইটবাহী একটি নৌকা সেতুর মাঝখানের পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে সেতুটির একাংশ পুরোপুরি ভেঙে পড়ে যায় পানিতে। এতে করে নৌকায় থাকা এক ব্যক্তি আহত হন।

Share.

Leave A Reply