জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি ১৯৮৭ সালের আজকের দিনে (১৩ ডিসেম্বর) জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তাঁর বয়স ৩৩ বছর। নিজের জন্মদিনে তিনি এক অদ্ভুত কাণ্ড করেছেন। একটি পোস্ট শেয়ার করেছেন নিজের ফেসবুক ওয়ালে। সেখানে এই সঙ্গীতশিল্পী নিজের বয়সকে উলটে লিখেছেন ২৩! ভক্তরা হয়তো চমকেই গেছেন। তাহলে কী ন্যানসি ২৩তম জন্মদিন পালন করছেন?

ন্যানসির জন্মদিনের কেক। ছবি: ফেসবুক
পোস্ট করা ছবিতে চোখ আটকে গেছে ন্যানসি ফ্যানদের। কেকের গায়ে বড় অক্ষরে লেখা ২৩ সংখ্যা। ভক্তদের মনে প্রশ্ন, ন্যানসির বয়স কি ২৩ বছর? রহস্য ভাঙলেন ন্যানসি নিজেই। লম্বা স্ট্যাটাসে জানিয়েছেন, ২৩ সংখ্যার রহস্য।
মেয়ের বান্ধবীদের সবাই এখন ন্যানসিকে আন্টি বলে ডাকে। আর, এজন্যই তিনি বয়স উল্টিয়ে লিখে বয়স কমানোর চেষ্টা করেছেন।

দুই মেয়েকে সঙ্গে নিয়ে কেক কাটছেন ন্যানসি। ছবি : ফেসবুক থেকে নেয়া
তিনি লিখেছেন, ‘বয়স বাড়ছে তা নিয়ে আমি কখনোই চিন্তিত ছিলাম না|সময়ের সাথে বয়স বাড়বে সেটাই তো প্রকৃতির নিয়ম | কাকতালীয় ব্যাপার হচ্ছে, হঠাৎ করে আমি খেয়াল করলাম রোদেলার জন্য বেশিরভাগ মানুষ আমায় আন্টি ডাকে। আমি কৌতূহল বশত আনোয়ার ভাইয়ের কাছে জানতে চাইলাম, আপনি কি দু বছর সময়ের কথা বললেন আমার বয়স বেড়ে যাচ্ছে বলে? উনি বললেন, সেটাও একটা কারণ! এই প্রথম আমি বয়স বেড়ে যাওয়া নিয়ে চিন্তিত হলাম।’
তিনি মজা করে যুক্তি দেখিয়ে লিখেছেন, ’33-33 সামনের বছর সংখ্যা উলটে দিলেও ফলাফল একই থাকছে অর্থাৎ বয়স না কমলেও অন্তত বাড়ছে না | বিপত্তি ঘটছে পরের বছর থেকে । 34-43, 35-53, 36-63, 37-73, 38-83, 39-93…. মানে হলো সংখ্যা উল্টালে প্রতি বছর আমার দশ বছর করে বয়স বাড়ব ! কী ভয়ংকর! আবার বয়স চল্লিশ হলে সেটা উল্টে দিলে বয়স হবে চার! বিষয়টা বাড়াবাড়ি হয়ে যায়।’
তিনি এরপর লিখেছেন, ‘তাই ঠিক করলাম যদি আগামী আট বছর বেঁচে থাকি তাহলে আমার বয়স 23 এর ঘরে ফিক্সড করলাম, বাড়াবোও না কমাবোও না। এক দেশ, এক জবান।’

দুই মেয়ের সঙ্গে ন্যানসি। ছবি : ফেসবুক থেকে নেয়া।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘প্রজাপতি’ চলচ্চিত্রে ‘স্পর্শ’ ও ‘দুই দিকে বসবাস’ গানে কণ্ঠ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন ন্যানসি। এছাড়া মেরিল-প্রথম আলো পুরস্কার-এ ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা ৭ বার তারকা জরিপে শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (নারী) বিভাগে পুরস্কার পান।
ন্যানসির গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে, ‘হৃদয়ের কথা’, ‘হওয়ায় হাওয়ায়’, ‘পৃথিবীর যত সুখ’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘তোমারে দেখিবো’, ‘দুই দিকে বসবাস’, ‘পাগল তোর জন্য রে’, ‘জ্বলে জ্বলে জোনাকী’, ‘দ্বিধা’, ‘এতদিন কোথায় ছিলে’ প্রভৃতি।