fbpx

পঞ্চগড়ে টানা ৮ দিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের উত্তরবঙ্গে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। আর পঞ্চগড়ে এই শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। গেল বৃহস্পতিবার সর্বনিম্ন ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এর আগে গত শুক্রবার (১৮ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। এরপর সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রির মধ্যেই ওঠানামা করছে। এ নিয়ে টানা ৮ দিন ধরে ওই অঞ্চলে বইছে শীতের হাওয়া।

এদিকে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহে জনজীবনে দেখা দিয়েছে দুর্ভোগ। সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্কদের শীতজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি কমে গেছে নিম্ন মধ্যবিত্ত মানুষের আয়ও।

সকালের দিকে সূর্যি মামা উঁকি দিলেও দুপুরের পর থেকে উত্তরের হিমেল বাতাসের কারণে কনকনে ঠান্ডা অনুভূত হয়। আর বিকেলে পর শুরু হয় শৈত্যপ্রবাহ।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, ‘বর্তমানে পঞ্চগড় ও তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ এর মধ্যে অবস্থান করাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়ে থাকে। শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস’।

Advertisement
Share.

Leave A Reply