fbpx

পঞ্চাশ ছোঁয়া হলো না সাকিবের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কাগজে কলমে তার পজিশন ওয়ান ডাউন। কিন্তু বিগত বেশ কয়েক ম্যাচ ধরেই যে পরিস্থিতিতে নামতে হচ্ছে সাকিব আল হাসানকে তিনি ওপেনিং পজিশনে খেলার দাবি করতেই পারেন। আজকেও মাত্র দুই বল পরেই নামতে হলো।

শেষ কবে সাকিবকে ক্যাপ পড়ে খেলতে দেখা গেছে তা বিস্তর গবেষণার বিষয়। তবে দুবাইয়ের তপ্ত গরমে সেই দৃশ্যও দেখা গেলো। তবে সাকিব আল হাসান যেভাবে ব্যাট করলেন, গরমটা যেন আরেকটু বেশিই টের পেলো পাপুয়া নিউগিনি। প্রথমে লিটনের সাথে পালটা আক্রমণ এরপর মুশি ও রিয়াদের সাথে রান বাড়ানোর কাজটা সাকিব করছিলেন অসাধারণ ভাবে। পঞ্চাশটা হয়তো প্রাপ্য ছিল, চেয়েছিলেনও; ৪০ থেকে ৪৬ এ পৌঁছালেন আসাদ ভালাকে এক হাতে বিশাল ছক্কা মেরে। তবে পঞ্চাশ করা হলো না। চার্লস আমিনির অসাধারণ এক ক্যাচে ৩৭ বলে ৪৬ রানেই শেষ হলো সাকিবের ইনিংস। ইনিংসের পথে মেরেছেন তিনটি ছক্কা।

এই প্রতিবেদল লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে বাংলাদেশের রান ১১৩/৪। উইকেটেও আছেন মাহমুদউল্লাহ ও আফিফ হোসেন।

Advertisement
Share.

Leave A Reply