fbpx

পদত্যাগের ঘোষণা দিলেন হেফাজতের নায়েবে আমির

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হেফাজতের সাথে আর থাকবেন না বলে ঘোষণা দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির আবদুল আউয়াল। গত ২৯ মার্চ নারায়ণগঞ্জে রেলওয়ে জামে মসজিদের শবে বরাতের বয়ানে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি এমন কথা বলেন। সেই বয়ানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে চলছে তুমুল আলোচনা।

হরতালে সহিংসতায় ক্ষুব্ধ হয়ে হেফাজতে ইসলামের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন বলে জানান তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় বিক্ষোভ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে ২৭ মার্চ হরতাল ডেকেছিল হেফাজতে ইসলাম। এই সহিংসতায় ক্ষোভ জানিয়ে সংগঠনটির অন্যতম নায়েবে আমির বয়ানে বলেন, ‘তোমরা যারা অতি উৎসাহী আছো, তোমরা করো। আমি আর তোমাদের হেফাজতের সাথে থাকব না, আমি মসজিদে থাকব। এখন আমার বার্ধক্য বয়স, অসুস্থ মানুষ দাঁড়াইতে পারি না, হাঁটতে পারি না। তাই আমি হেফাজতের নেতৃত্ব আর দিব না, কোনো আন্দোলনেও যাব না।’

ওই রাতের বয়ানে তিনি আরও বলেন, ‘আমি আর হেফাজতের আমির থাকব না, একজন মুসলমান হিসেবে সাধারণ কর্মী হিসেবে থাকব। আমি আমার জিম্মাদারি ছেড়ে দিলাম। আমি হেফাজতে ইসলামের নেতৃত্বে আর থাকব না। কোনো আন্দোলনের নেতৃত্ব দিব না। আমার পক্ষ থেকে আর কোনো ঘোষণা আসবে না। অব্যাহতি দিয়ে দিলাম।’

তবে তার এ সিদ্ধান্তের বিষয়ে হেফাজতের কেন্দ্রীয় কোনো নেতার তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement
Share.

Leave A Reply