fbpx

পদত্যাগ করলেন ন্যাশনাল ব্যাংক এমডি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সিকদার পরিবারের নিয়ন্ত্রণে থাকা বেসরকারি ব্যাংক ‘ন্যাশনাল ব্যাংক’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ সৈয়দ আবদুল বারী আজ পদত্যাগ করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে ব্যাংকে গিয়ে অপ্রত্যাশিত পরিস্থিতির শিকার হয়ে তিনি পদত্যাগ পত্র দেন।

ব্যাংক সূত্র থেকে জানা যায়, সৈয়দ আবদুল বারী পদত্যাগ পত্র দেওয়ার পর ব্যাংকটির ডিএমডি পদে থাকা সৈয়দ রইস উদ্দিনকে ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, সৈয়দ আবদুল বারী ন্যাশনাল ব্যাংকের পরিচালক রন হক সিকদারের সাথে বিরোধের জের ধরে এমডি পদ থেকে পদত্যাগ করেছেন।

এর আগে, ব্যাংকটির একাধিক এমডিও অপ্রত্যাশিত ও বিব্রতকর পরিস্থিতির শিকার হয়ে পদত্যাগে বাধ্য হয়েছিলেন। একই ঘটনা আবদুল বারীর ক্ষেত্রেও ঘটেছে বলে জানা গেছে।

এখন পর্যন্ত এ বিষয়ে আবদুল বারী অথবা ব্যাংকটির অন্যান্য কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি।

Advertisement
Share.

Leave A Reply