fbpx

পদ্মা সেতুর ৯২ ভাগ কাজ শেষ হয়েছে : সেতুমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মূল পদ্মা সেতুর নির্মাণ কাজ ৯২ ভাগ শেষ হয়েছে এবং পদ্মা বহুমূখী সেতুর নির্মাণ কাজ শতকরা ৮৪ ভাগ শেষ হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তথ্য সূত্র (বাসস)

১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার পদ্মা সেতুর সর্বশেষ অগ্রগতি পরিদর্শন শেষে এমনটাই জানান মন্ত্রী।

২০২২ সালের জুনের মধ্যে সম্পূর্ণ অবকাঠামোর কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের বলেন।

এসময় মন্ত্রী বলেন, ‘আমার দু’টি চ্যালেঞ্জ আছে, প্রথমটি হচ্ছে সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা। দ্বিতীয়ত, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের পথযাত্রায় ভিষণ-২০২১,৪১ ও ডেল্টা প্ল্যান বাস্তবায়নে উপযুক্ত শক্তি হিসেবে আওয়ামী লীগকে সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠনে পরিণত করা।’

মন্ত্রী মনে করেন পদ্মাসেতু নির্মাণ কাজ শেষ হলে বাংলাদেশে যোগাযোগ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে।

Advertisement
Share.

Leave A Reply