fbpx

পন্টুন ভেঙে দু’টুকরো: ভোগান্তিতে কয়েক হাজার যাত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে পদ্মায় প্রচণ্ড ঢেউয়ে শিমুলিয়া-বাংলাবাজার ফেরির ২নম্বর ঘাটের পন্টুন ছিঁড়ে দুই ভাগ, তাতে ফেরির দু’পাশের আটকা পড়েছে কয়েক হাজার যাত্রী।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানিয়েছেন, ‘বুধবার সকালে প্রচণ্ড ঢেউয়ে পন্টুনটি দুই ভাগে ভাগ হয়ে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। অন্য তিনটি ঘাটও ঝুঁকিতে আছে, সেগুলো রক্ষার চেষ্টা চলছে।‘

তিনি বলেন, ‘পদ্মা এখন উত্তাল। চলছে প্রচণ্ড ঢেউ আর বাতাস। এমন আবহাওয়ায় ফেরি চালানো সম্ভব না। তাই বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।‘

শিমুলিয়া-বাংলাবাজার ফেরি বন্ধ থাকায় শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ঘাটের দু’পাশে আটকা পড়েছে পাঁচ শতাধিক গাড়ি। পণ্যবাহী গাড়ির পাশাপাশি আটকে আছে বাস, ট্রাক, প্রাইভেট কার। এতে ভোগান্তিতে পড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েক হাজার যাত্রী।

বাংলাবাজার ঘাটে ১২টি ফেরি ও শিমুলিয়া ঘাটে ছয়টি ফেরি নোঙ্গর করা হয়েছে। তবে অতিরিক্ত ঢেউয়ের কারণে শিমুলিয়া ঘাটের ফেরিগুলো বেশি ঝুঁকিতে আছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

Advertisement
Share.

Leave A Reply