fbpx

পরীমনির অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এ সময় পলাতক আসামি শহিদুল আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ১৩ ডিসেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েদ উদ্দিন এ আদেশ দেন।

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনকে আসামি করা হয়েছিল এ মামলায়। গত ১ ডিসেম্বর মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানি হয়েছে। শুনানি শেষে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং তুহিন সিদ্দিকী অমির জামিন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েদ উদ্দিন জামিন মঞ্জুর করেন। এদিন আদালতে উপস্থিত হয়ে অভিযোগপত্রের ওপর নারাজি দেন পরীমনি।

একই দিন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন নাসির-অমি। নাসির-অমি আত্মসমর্পণ করলেও মামলার অপর আসামি শহিদুল আলম পলাতক রয়েছেন। ১৩ ডিসেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সাভার থানায় গত ১৪ জুন মামলাটি করেছিলেন পরী। ৬ সেপ্টেম্বর ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন।

Advertisement
Share.

Leave A Reply