Advertisement
১৬ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রে পুলিশকে বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগে পর্নগ্রাফি আইনে পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। ২৫ ডিসেম্বর তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, ছবিটির একটি দৃশ্যে ধর্ষণের শিকার এক নারী থানায় মামলা দাখিল করতে যান। তখন ওই নারীকে ধর্ষণ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন একজন এসআই। মূলত এ দৃশ্যটির বিষয়ে আপত্তি জানিয়েছে পুলিশ।
চলচ্চিত্রটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া ও শহীদুজ্জামান সেলিম।
Advertisement