fbpx

পর্যটন কেন্দ্রগুলোকে সীমিত করার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

Pinterest LinkedIn Tumblr +

করোনার সংক্রমণ বেড়ে গেলেও সরকার লকডাউন ঘোষণা সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পাশাপাশি পর্যটন কেন্দ্রগুলোকে সীমিত করার বিষয়ে জোর দেন তিনি।

বুধবার (২৪ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এমবিবিএস পরীক্ষা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পর্যটনের জায়গাগুলো থেকে সংক্রমণ বেশি হয়েছে। আমরা চাই সেগুলো সীমিত হোক।  ইতোমধ্যে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।‘

করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সাধারণ ছুটি বা লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কি-না এমন প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন,’ এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনো অর্ডার পাস করে না। সর্বোচ্চ পর্যায় থেকে এমন কোনো সিদ্ধান্ত হলে জানিয়ে দেবো।‘

মন্ত্রী এসময় স্বাস্থ্যবিধি ও সেবায় বিশেষ নজর দিচ্ছেন এ কথা উল্লেখ করে বলেন, ‘যেসব জায়গায় করোনা বাড়ছে সেগুলো আমরা তুলে ধরেছি। সেসব জায়গা নিয়ন্ত্রণ করতে পারলে সংক্রমণ বাড়বে না। তাই করোনার উৎপত্তিস্থল বন্ধ করতে হবে।’

Share.

Leave A Reply