fbpx
BBS_AD_BBSBAN
৯ই ডিসেম্বর ২০২৩ | ২৪শে অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

পর্যাপ্ত সময় হাতে নিয়ে বিসিএস পরীক্ষার্থীদের বাসা থেকে বের হওয়ার অনুরোধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১৯ মার্চ, শুক্রবার ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। তাই পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে তাঁদের নিজ নিজ বাসস্থান থেকে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা দেওয়ার অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার্থীরা যেন সকাল সাড়ে আটটার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে পারেন, সে জন্যই এ পরামর্শ দেওয়া হচ্ছে।

‘সাময়িক অসুবিধার’ জন্য ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেছে।

আরও জানানো হয়েছে যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আসা বিদেশি অতিথিদের চলাচলের জন্য ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। কোনো কোনো রাস্তায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধও থাকবে।

Advertisement
Share.

Leave A Reply