fbpx

পশ্চিমবঙ্গের নির্বাচন: নন্দীগ্রামে মমতা নয় জিতেছেন শুভেন্দু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নন্দীগ্রাম নিয়ে চরম বিভ্রান্তি। ১৭ রাউন্ড ভোটগণনার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জয়ী হয়েছেন বলে খবর আসছিল। কিন্তু সন্ধ্যা গড়াতে বলা হয়, সার্ভারে সমস্যার জেরে সঠিক ভাবে কিছু জানা যাচ্ছে না। তার পরেই ১৬২২ ভোটে শুভেন্দু অধিকারীকর জয়ের খবর আসে।

সংবাদ সংম্মেলন নন্দীগ্রামে হেরে যাওয়ার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,  ‘নন্দীগ্রামের মানুষের রায় মেনে নিচ্ছি। কিন্তু ওখানে ভোট লুঠ হয়েছে। আদালতে যাব আমরা।”

এর আগে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছিল, ১২০২ ভোটে নন্দীগ্রামে জয়ী হয়েছেন মমতা। সার্ভারের ত্রুটির কারণে দুপুরে চল্লিশ মিনিট ভোট গণনা বন্ধ ছিল সেখানে। এরপর মমতার জয়ের খবর আসে। পরে জানা যায় নন্দিগ্রামে জয়ী হয়েছেন মমতার এক সময়ের সহযোগী শুভেন্দু অধিকারী। তবে নির্বাচন কমিশনের তরফে এখনো পর্যন্ত এ নিয়ে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।

Advertisement
Share.

Leave A Reply