fbpx

পশ্চিমবঙ্গে শুক্রবার বনধের ডাক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেসের যুব সংগঠনগুলোর নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় ধর্মতলা চত্বর। পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জলকামানে বেশ কয়েক জন বাম ও কংগ্রেসের যুব কর্মী-সমর্থক আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দায় সরব হয়ে ওঠে বাম নেতারা। ঘটনার প্রতিবাদে আগামীকাল শুক্রবার রাজ্যজুড়ে ১২ ঘণ্টা বনধের ডাক দেন তারা। স্থানীয় গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার, রাজ্যে নতুন শিল্প স্থাপন, বেকারত্বসহ বেশ কিছু বিষয় নিয়ে নবান্ন অভিযানে ডাক দেয় বাম ও কংগ্রেসের ১০টি ছাত্র ও যুব সংগঠন। কলেজ স্ট্রিট থেকে মৌলালি হয়ে এস এন ব্যানার্জি রোড ধরে একটি মিছিল পৌঁছায় ডোরিনা ক্রসিংয়ে। এ সময় পুলিশ তাদের বাধা দেয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে আন্দোলনকারীরা।

বেশ কয়েকটি জায়গায় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের খবর পাওয়া যায়া।

Advertisement
Share.

Leave A Reply