fbpx
BBS_AD_BBSBAN
৬ই ডিসেম্বর ২০২২ | ২১শে অগ্রহায়ণ ১৪২৯ | পরীক্ষামূলক প্রকাশনা

পাঁচ বছর পর অলিকের সিনেমা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২৪ সেপ্টেম্বর থেকে নির্মাতা এস এ হক অলিক তার নতুন সিনেমা ‘গলুই’-এর শুটিং শুরু করেছেন।

নির্মাতা বলেন , ‘৫ বছর পর সিনেমার শুটিং করছি। ধীরে ধীরে অনেক ভালোলাগা, অনেক প্রেম, অনেক মায়া তৈরি হচ্ছে। গলুই আমার পঞ্চম সন্তান। ধন্যবাদ খোরশেদ আলম খসরু ভাই।’

পাঁচ বছর পর অলিকের সিনেমাটাঙ্গাইলের মহেরায় বর্তমানে ছবিটির শুটিং চলছে। এই চলচ্চিত্রে ​শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো নায়িকা হিসেবে থাকছেন পূজা চেরি। ইমন সাহার সুর ও সংগীত সিনেমার একটি গানে ইতোমধ্যে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ।

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটির মূল গল্প প্রযোজক খসরুর। গল্প বিন্যাস করেছেন নির্মাতা অলিক।

Advertisement
Share.

Leave A Reply