fbpx

পাঁচ বছর পর ঢাবিতে হচ্ছে ছাত্রলীগের হল সম্মেলন!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দীর্ঘ পাঁচ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলসমূহে ছাত্রলীগের কমিটি গঠনের জন্য সম্মেলন ডাকা হয়েছে। আগামী ২৮ নভেন্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) রাতে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত  বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ১৮টি হল ছাত্রলীগের বার্ষিক সম্মেলন আগামী ২৮ নভেম্বর হতে অনুষ্ঠিত হবে। সম্মেলন উৎসবমুখর, নান্দনিক ও সুপরিকল্পিত করতে প্রতিটি হলের ছাত্রলীগের নেতাকর্মীদের সাংগাঠনিক প্রস্তুতি গ্রহণের জন্যও নির্দেশ দেয়া হয়।

এর আগে ২০১৬ সালের ২৭ নভেম্বর ঢাবি ছাত্রলীগের হল সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ১৬ দিন পর ঘোষণা করা হয় হলগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের নাম। ঢাবি ছাত্রলীগের তৎকালীন সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স সেই কমিটি গঠন করেন।

ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী, প্রতিবছর সম্মেলন হওয়ার কথা থাকলেও নানা ঝামেলায় পাঁচ বছর পর এ সম্মেলনের ঘোষণা এসেছে।

Advertisement
Share.

Leave A Reply