fbpx

পাঁচ মাসে ৩০ হাজারের বেশি ভিডিও ডিলিট করেছে ইউটিউব

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পাঁচ মাসে করোনা নিয়ে ভুল তথ্য দেওয়ায় ৩০ হাজারের বেশি ভিডিও মুছে দিয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। সম্প্রতি এ বিষয়টি নিশ্চিত করেছে ইউটিউব কর্তৃপক্ষ।

ইউটিউবের এক মুখপাত্র এ বিষয়ে জানিয়েছেন, মুছে দেওয়া ভিডিওতে প্রচারিত তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা এনএইচএসের মতো স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্যের সঙ্গে সাংঘর্ষিক।

কোভিড ভ্যাকসিন আসার পর অনেকেই এর পক্ষে বা বিপক্ষে নিজের মতামত দিচ্ছেন। অনেকে আবার ইউটিউবে এ নিয়ে ভুল তথ্যও দিচ্ছেন। তাই ভুল তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে নিজ প্ল্যাটফর্মে এ ধরনের ভিডিও নিষিদ্ধ করে ইউটিউব।

এর আগে করোনা নিয়ে ভুল তথ্য দেওয়ায় আট লাখেরও বেশি ভিডিও ডিলিট করেছিল প্রতিষ্ঠানটি। একইসঙ্গে ভাইরাসের ব্যাপারে স্বাস্থ্যসম্মত নয়- এমন দাবি তুললেই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে এই প্ল্যাটফর্মটি।

সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন বলছে, প্রতিষেধকের কারণে মানুষ মারা যায়, বন্ধ্যাত্বের সম্মুখীন হয় বা এতে মাইক্রোচিপ রয়েছে যা গ্রহীতার শরীরে স্থাপন করা হচ্ছে- এমন অভিযোগে সেই ভিডিওগুলো সরিয়ে ফেলা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply