fbpx

পাঁচ লাখ বীজ নি‌ক্ষেপ ক‌রে‌ছে লামা বন বিভাগ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বান্দরবা‌নের সাঙ্গু ও মাতামুহুরী সংর‌ক্ষিত প্রাকৃ‌তিক বনে হে‌লিকপ্টা‌রের মাধ্যমে আকাশ থে‌কে ৩০ প্রজা‌তির পাঁচ লাখ সীডবল নি‌ক্ষেপ ক‌রে‌ছে লামা বন বিভাগ।

বন বিভাগ জেলার আলীকদম ‌সেনা জোন হেড কোয়ার্টার হেলীপ্যাড থেকে সোমবার সকা‌লে বিমান বা‌হিনীর এক‌টি হে‌লিকপ্টার সীডবলগু‌লো বহন ক‌রে সংর‌ক্ষিত ব‌নের উ‌দ্দে‌শে রওনা দেন। এরপর বাবুপাড়া বিট অ‌ফি‌সে তৈ‌রি করা স্মৃ‌তিস্তম্ভ উ‌ন্মোচন ও একইস‌ঙ্গে আলীকদম-পোয়ামুহুরী সড়‌কে শোভাবর্ধনকারী বৃ‌ক্ষের চারা রোপন করেন।

এ উপলক্ষে ‌বন বিভা‌গের আ‌য়ো‌জিত অনুষ্ঠা‌নের উ‌দ্বোধন ক‌রেন বান্দরবা‌ন সেনাবাহিনী জো‌নের ব্রিগে‌ডিয়ার জেনা‌রেল মো. ‌জিয়াউল হক এন‌ডি‌সি। বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন বন বিভা‌গ চট্টগ্রাম অঞ্চ‌লের বন সংরক্ষক মো.আব্দুল আউয়াল সরকার। বাংলা‌দেশ সেনাবাহিনী ও বিমান বা‌হিনীর আ‌য়োজ‌নে লামা বন বিভাগ এ কর্মসূ‌চি বাস্তবায়ান ক‌রে।

অনুষ্ঠা‌নে বান্দরবান বন বিভা‌গের ডিএফও ‌মো. ফ‌রিদ মিয়া, লামা বন বিভা‌গের ডিএফও এস এম কাইছার, আলীকদম ৫৭ বি‌জি‌বির অ‌ধিনায়ক লে.ক‌র্ণেল মো.ইফ‌তেখার হো‌সেন পিএস‌সি প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement
Share.

Leave A Reply