fbpx

পাকিস্তানে আকস্মিক তুষারপাত ও বৃষ্টিতে নিহত ৩৫, অধিকাংশই শিশু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পাকিস্তানের দুই প্রদেশ খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে আকস্মিক তুষারপাত, বজ্রবিদ্যুৎসহ ঝড় ও হিমশীতল বৃষ্টিতে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২২জনই শিশু বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ২২ জনই শিশু। এই নিহতদের বেশিরভাগেরই মৃত্যুর কারণ বৃষ্টিপাতের কারণে ঘটা ভূমিধস। প্রবল বর্ষণের জেরে দুই প্রদেশে অন্তত ১৫০টি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস এবং ৫০০টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকিস্তানের  আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক মোশতাক আলী শাহ। তিনি বলেন, ‘এই সময়ে কিছুক্ষণ শিলা বৃষ্টি হলে তা মানানসই। কিন্তু, আধাঘণ্টার বেশি হলে তা অস্বাভাবিক।’

পাকিস্তানের আবহাওয়া বিভাগ সাপ্তাহিক পূর্বাভাসে জানিয়েছে যে, চলতি সপ্তাহে প্রদেশটির বেশিরভাগ অংশে ঠান্ডা এবং শুষ্ক আবহাওয়া থাকতে পারে। তবে বেলুচিস্তান এবং কাশ্মীরের কিছু অংশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply