fbpx

পাঞ্জাবে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে কে এগিয়ে?

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী কে হতে যাচ্ছেন? – এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ভারতীয় গণমাধ্যম বলছে, রোববারই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতে পারে। নতুন মুখ্যমন্ত্রীর নাম নিয়ে দেশটির জাতীয় রাজনীতিতেও চলছে টান-টান উত্তেজনা।

শনিবার, চণ্ডিগড়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক করে কংগ্রেস। এতে উপস্থিত ছিলেন হরিশ রাওয়াত, অজয় মানেক ও হরিশ চৌধুরীর মতো নেতারা। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কংগ্রেস নেত্রী অম্বিকা সোনিকে প্রস্তাব দিয়েছিল দল। তবে এই প্রস্তাবে রাজি হননি তিনি।

তাহলে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী? স্থানীয় গণমাধ্যম বলছে, এখন পর্যন্ত দৌড়ে এগেয়ে রয়েছেন সুখজিন্দর সিং রনধাওয়া। পাঞ্জাবের বিধায়করা সুখজিন্দর সিংয়ের নামই প্রস্তাব করছে বলে জানান কংগ্রেস বিধায়ক প্রিতম কোটভাই।

এছাড়াও নাম উঠে এসেছে পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি নবজিৎ সিং সিধুর।

শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। তার সাথে পদত্যাগ করেন মন্ত্রীসভার সদস্যরাও।

Advertisement
Share.

Leave A Reply