fbpx

পার্বত্য শান্তি চুক্তির দুইযুগ পূর্তিতে রাঙ্গামাটিতে সংবর্ধনা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি কে সম্মিলিত পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি চেম্বার্স অব কমার্সের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি চেম্বার্স অব কমার্সের সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভার মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম মকছুদ আহমদ, রাঙ্গামাটি ব্যবসায়ী প্রতিনিধি জাহাঙ্গীর আলম মুন্না, রাঙ্গামাটি আসবাবপত্র সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন পিয়ারু প্রমূখ।

সংবর্ধিত অতিথি দীপংকর তালুকদার এমপি বলেন, পার্বত্য শান্তি চুক্তি বাংলাদেশ আওয়ামীলীগের জন্য একটি অনন্য অর্জন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাহাড়ের সমস্যা রাজনৈতিকভাবে সমাধানের জন্য ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি সম্পাদিত হয়,যার সুফল এখন পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায় ভোগ করছেন।

সভায় আলোচকবৃন্দ শান্তিচুক্তির মাধ্যমে পাহাড়ে সুবাতাস ফিরিয়ে আনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

Advertisement
Share.

Leave A Reply