fbpx

পাসপোর্ট আটকে রাখার অভিযোগ ইতালির মিলান কনস্যুলেটের বিরুদ্ধে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

একই পরিবারের দুই শিশুসহ তিনজনের পাসপোর্ট আটকে রাখার অভিযোগ উঠেছে ইতালির মিলান কনস্যুলেট অফিসের বিরুদ্ধে।

ভুক্তভোগী মো. সোহেল আলম মজুমদার শিপন জানান, গত বছরের ১২ আগস্ট তার নিজের এবং দুই শিশু সন্তান সানজা মজুমদার ও শাবিব মজুমদারের পাসপোর্ট নবায়ন করতে কনস্যুলেট অফিসে আবেদন করেন। কিন্তু ১০ মাস হয়ে গেলেও এখন পর্যন্ত পাসপোর্ট নবায়ন করেনি কনস্যুলেট। আবেদন করা পাসপোর্টগুলোর সিরিয়াল নম্বর আইটিএ ৭৪৭৫৫, ৭৪৭৫৬ ও ৭৪৭৫৭।

শিপন বলেন, ‌‌’পাসপোর্ট নবায়ন না করার কারণ জানতে ইতোমধ্যে মিলান কনস্যুলেট অফিসের ইমেইলে বার্তা পাঠিয়েছি। কিন্তু কোনো জবাব আসেনি। পাসপোর্ট নবায়ন না হওয়ার কোনো কারণও জানাননি তারা।’

গত বছরের ২২ আগস্ট মিলানে অবস্থিত বাংলাদেশের একমাত্র কনস্যুলেট অফিসের দুর্নীতির সংবাদ প্রকাশ করে অনলাইন পোর্টাল ‘দেশপ্রিয় নিউজ’। ওই পোর্টালের সম্পাদক ও প্রকাশক সোহেল আলম মজুমদার শিপন।

সংবাদ প্রকাশের জেরেই তার এবং পরিবারের সদস্যদের পাসপোর্ট আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করছেন শিপন।

Advertisement
Share.

Leave A Reply