fbpx

‘পৌরসভা নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দ্বিতীয় ধাপে দেশের ৬০টি পৌরসভা নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি বলে অভিমত দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

১৬ জানুয়ারি শনিবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্যে এ কথা তুলে ধরেন তিনি।

এর আগে সকালে সাভার পৌরসভার তিনটি ভোটকেন্দ্রের ১৮টি বুথ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে গণমাধ্যমকে মাহবুব তালুকদার বলেন, ‘তিনটি বুথে আমি তিনজন বিরোধি দলীয় প্রার্থীর পোলিং এজেন্ট দেখতে পাই। কিন্তু অন্য কোথাও এজেন্ট ছিলেন না। এছাড়া সাভার পৌর এলাকায় আমি বিরোধী দলীয় প্রার্থীর কোনো পোস্টার দেখতে পাইনি। তাই, এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না। যেকোনো নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তা সিদ্ধ হয় না।’

পৌর নির্বাচনে সহিংসতা বেড়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মাহবুব তালুকদার গণমাধ্যমকে জানান, ‘পৌরসভার নির্বাচনে ক্রমাগত সহিংসতা বেড়ে চলেছে। সহিংসতা ও নির্বাচন একসঙ্গে চলতে পারে না। নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন না হলে এই সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। এ বিষয়ে সকলের ঐক্যমত আবশ্যক। যেকোনো নির্বাচনের চেয়ে মানুষের জীবন অনেক বেশি মূল্যবান।’

Advertisement
Share.

Leave A Reply