fbpx

পৌর নির্বাচনে ইসিকে সহযোগিতা করবে সরকার: ওবায়দুল কাদের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য ২য় ধাপের পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার, এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

১৫ জানুয়ারি শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে একথা জানান আওয়ামী লীগের এই নেতা।

তিনি বলেন, ‘শনিবারের পৌরসভা নির্বাচনে কোন প্রকার হস্তক্ষেপ না করে অতীতের ধারাবাহিকতায় সুষ্ঠু নির্বাচন সম্পন্ন  করতে নির্বাচন কমিশনকে সবধরণের সহযোগীতা করবে সরকার।‘

এদিকে ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শতকরা ৬০ ভাগের বেশি, যা অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, ‘আওয়ামী লীগ ইতিমধ্যে কেন্দ্রসহ অন্যান্য পর্যায়ে বিভিন্ন কমিটি, উপ-কমিটি গঠনসহ অনুমোদনও দিয়েছে। এ সকল ঘোষিত কমিটির বিষয়ে কেউ সংক্ষুব্ধ হলে কিংবা কারো কোন অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপীলের সুযোগ থাকবে।‘

‘সরকারকে জনগণ ক্ষমা করবে না’, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের  প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার প্রকৃতপক্ষে জনগণের কল্যাণে কাজ করছে বলেই বারবার শেখ হাসিনাকে সরকার পরিচালনার দায়িত্ব দিচ্ছে জনগণ। এছাড়া, বিএনপি জনগণ দ্বারা আন্দোলন ও নির্বাচনে বারবার প্রত্যাখ্যাত হয়ে প্রতিশোধ নিয়েছে জীবন্ত মানুষ আর সম্পদ পুড়িয়ে।

জনগণ ক্ষমা করেনি বলেই এখনো অতীতের অপরাধের প্রায়শ্চিত্ত করছে বিএনপি।‘

Advertisement
Share.

Leave A Reply