fbpx

প্রকাশিত হল জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ফলাফল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০১৮ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

গতকাল রবিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় এই ফলাফল প্রকাশ করা হয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আতাউর রহমান রবিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষায় ১৭০টি কলেজের ১ লাখ ৩০ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থী ২৯টি বিষয়ে পরীক্ষায় অংশ নেয়। এতে ৮৮ হাজার ৪২৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬৭.৮৪ শতাংশ।

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর শেষ হয় মাস্টার্স শেষ পর্বের লিখিত পরীক্ষা। আর গত ৪ নভেম্বর শেষ হয় মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা।

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd)।

Advertisement
Share.

Leave A Reply