fbpx

প্রতিটি বস্তিতে অগ্নিনির্বাপক ব্যবস্থা জোরদার করা হবে: আতিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বস্তিবাসীদের সুরক্ষা নিশ্চিতে বস্তিগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ফায়ার হাইড্রেন্টের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

মঙ্গলবার সকালে মহাখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ সাততলা বস্তিবাসীদের মাঝে অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণকালে এ কথা বলেন তিনি।

মেয়র বলেন, ‘ক্ষতিগ্রস্ত কেউই খাবারে কষ্ট পাবেনা, তাদের সহায়তায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অগ্নিকান্ডে কোন শিক্ষার্থী বই-খাতাসহ শিক্ষা উপকরণ সমস্যায় ভুগবে না। তাদের জন্য প্রয়োজনীয় বই-খাতাসহ শিক্ষা উপকরণের ব্যবস্থাও করা হয়েছে।’

ডিএনসিসি মেয়র বলেন, ‘সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে দ্রুততম সময়ের মধ্যেই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বস্তিবাসীদের পাশে দাঁড়ানো সম্ভব হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের জন্য নগদ ৫ হাজার টাকা, তিন বেলা খাবার, ঢেউটিন এবং প্রায় ২ হাজার টাকার শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, প্রত্যেক পরিবারকে থালা-বাটি সহ একটি করে ক্রোকারিজ বক্স প্রদানের ব্যবস্থাও করা হয়েছে।’

বস্তিবাসীদের প্রতি সরকার এবং ডিএনসিসি খুবই আন্তরিক জানিয়ে আতিক বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যে কড়াইল বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য কাজ করা হচ্ছে।’

এবছর নগরবাসীকে জলজট সমস্যায় ভুগতে হয়নি জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘অন্যান্য বছর সামান্য বৃষ্টিতেই নগরীর রাস্তাঘাট ডুবে যেতো, জলজটে নগরবাসীকে অনেক ভোগান্তি পোহাতে হতো। কিন্তু এবার রেকর্ড পরিমাণ বৃষ্টিতেও নগরবাসীকে জলজট সমস্যায় ভুগতে হয়নি। যেমন গত পহেলা জুন ঢাকায় দীর্ঘ সময় ধরে ৮৫ মিলিমিটার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হলেও দ্রুততম সময়ের মধ্যেই নগরবাসীকে জলজট থেকে মুক্ত করা সম্ভব হয়েছে।’

একটি সুস্থ, সুন্দর নগরী গড়ে তোলার জন্য সকলকে দায়িত্ববান হতে হবে, নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণে আন্তরিক হতে সবার প্রতি আহ্বান জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

Advertisement
Share.

Leave A Reply