fbpx

প্রথমবারের মতো ভ্যাট দিল ফেসবুক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের ইতিহাসে প্রথমবারের মতো ভ্যাট দিল মার্কিনী টেক জায়ান্ট ফেসবুক। ভ্যাট নিবন্ধনের পর ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে এ টেক জায়ান্ট আড়াই কোটি টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিয়েছে বলে জানা গেছে।

ফেসবুকের পক্ষ থেকে ভ্যাট রিটার্ন জমা দেয় প্রাইসওয়াটারহাউসকুপারস বাংলাদেশ। এ অর্থ সরাসরি সরকারি কোষাগারে জমা পড়েছে। নিবন্ধন নেয়ার পর জুন মাসের ১৭ দিনের ভ্যাট বাবদ ফেসবুক এই আড়াই কোটি টাকা ভ্যাট দিয়েছে বলে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট সূত্রে জানা গেছে। বাংলাদেশে ব্যবসা করে এমন নিবন্ধিত অনাবাসী প্রতিষ্ঠানের কাছে প্রথম ভ্যাট রিটার্ন পেল ভ্যাট বিভাগ।

চলতি বছরের ১৩ জুন অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) নিয়েছে ফেসবুক, যা ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটি আয়ারল্যান্ডের ঠিকানা ব্যবহার করেছে ।

এখন পর্যন্ত চারটি অনাবাসী প্রতিষ্ঠান ভ্যাটের নিবন্ধন নিয়েছে। এগুলো হলো-ফেসবুক, গুগল, আমাজন ও মাইক্রোসফট। অনাবাসী প্রতিষ্ঠান বলতে বোঝায়, বাংলাদেশে ব্যবসা করে, কিন্তু কার্যালয় নেই।

এর আগে গত ২৩ মে গুগল ও ২৭ মে আমাজন ভ্যাট নিবন্ধন নিয়েছে। আর ১ জুলাই মাইক্রোসফট ভ্যাট নিবন্ধন নেয়।

জানা গেছে, মাইক্রোসফট আগামী আগস্ট মাস থেকে রিটার্ন দেওয়া শুরু করবে। একইসঙ্গে আমাজন ও গুগলও আগস্ট মাস থেকেই ভ্যাট দেবে।

Advertisement
Share.

Leave A Reply