fbpx

প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে তাঁরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চায়ের দাওয়াতে গণভবনে হাজির হয়েছিলেন ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের বেশকজন অভিনয়শিল্পী।

আরেফিন শুভ, নুশরাত ইমরোজ তিশা, দিলারা জামান, নুসরাত ফারিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।

একটি সূত্রে জানা যায় চলতি সপ্তাহে ভারতে শুরু হবে বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং।

বিখ্যাত নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় নির্মিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ এবং তার কন্যা শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে নুসরাত ফারিয়াকে।

এর অন্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে আরও অভিনয় করছেন, জান্নাতুল সুমাইয়া (শেখ হাসিনার বড় ভূমিকা), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল ইসলাম সাচ্চু (এ কে ফজলুল হক), নুসরাত ইমরোজ তিশা (ফজিলাতুন্নেসা), রাইসুল ইসলাম আসাদ (আব্দুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ-দাদা), ফেরদৌস আহমেদ (তাজউদ্দীন আহমেদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া) ও মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান)।

তালিকায় বাংলাদেশের শিল্পীরা সংখ্যায় অনেক বেশি হলেও ভারতেরও কয়েকজন অভিনেতা-অভিনেত্রী থাকছেন। বাংলা ভাষায় নির্মিত হচ্ছে ছবিটি। তবে পর্দায় হিন্দি সাবটাইটেল থাকবে।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রটির জন্য বাজেট নির্ধারিত হয়েছে ৩৫ কোটি টাকা। এই বাজেটের ৬০ ভাগ দিচ্ছে বাংলাদেশ ও ৪০ ভাগ ভারত সরকার।

Advertisement
Share.

Leave A Reply