fbpx

প্রসূনের বিয়ে হলো মসজিদে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রেমটা দীর্ঘদিনের। ঘোষণা দিয়ে প্রকাশ্যেই প্রেম করছিলেন অভিনেত্রী প্রসূন আজাদ। অবশেষে সেই প্রেমিককেই বিয়ে করলেন এই অভিনেত্রী।

ইচ্ছে ছিলে মসজিদে নিজের বিয়ের আনুষ্ঠানিকতা পালন করবেন। সেই অনুসারে শুক্রবার ঢাকার একটি মসজিদেই বিয়ে হলো তাদের।

প্রসূনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, করোনার কারণে বিয়েতে তেমন কোনো আয়োজন রাখা হয়নি। লকডাউনে কাজি অফিসও বন্ধ। তাই পাত্রী বাসায় আর বর পক্ষ মসজিদে গিয়ে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করা হয়।

প্রসূনের বর ফারহান গাফফার একজন ব্যবসায়ী। গত জুন মাসে পারিবারিকভাবে এই অভিনেত্রীর বাগদান সম্পন্ন হয়।

প্রসূনের বিয়ে হলো মসজিদে প্রসূনের বিয়ে হলো মসজিদে প্রসূনের বিয়ে হলো মসজিদে

Advertisement
Share.

Leave A Reply