ব্রণ যেকোনো সৌন্দর্য পিপাসু মানুষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আর যদি ব্রণের দাগগুলো আপনার মুখে স্থায়ী হয়ে যায়, তাহলে হয়তো আপনার রাতের ঘুম পালাবে নিমিষেই। ব্রণের দাগ আপনার স্বাভাবিক সৌন্দর্যকে ম্লান করে দেয়। তবে এ দাগ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। প্রাকৃতিকভাবে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। দরকার শুধু একটু সচেতনতা আর একটু যত্ন।
প্রাকৃতিকভাবে ব্রণের দাগ দুর করার উপায়
প্রথমত, আপনার নোংরা হাত দিয়ে আপনার মুখের ব্রণে হাত লাগাবেন না। হাত লাগালে এটা আরো বেড়ে যেতে পারে। প্রাকৃতিক উপাদানগুলো আপনার দাগকে খুব সহজেই রিমুভ করে দেবে যা দেবে স্থায়ী এবং কার্যকর সমাধান। প্রাকৃতিকভাবে ব্রণের দাগের স্থায়ী সমাধানের জন্য এখানে থাকছে কিছু টিপস:
কমলার খোসার পাউডার
কমলা ভিটামিন সি তে ভরপুর। আর ভিটামিন সি ত্বক এং স্বাস্থের জন্য খুবই উপকারী। ভিটামিন সি গাঢ় দাগকে হালকা করতে সাহায্য করে। সমপরিমাণ মধু আর কমলার খোসার পাউডার মিশিয়ে দাগের উপর লাগিয়ে রাখুন। ১৫-২০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। একদিন পরপর ব্যবহার করুন। উপকার পাবেন।

ছবি: সংগৃহীত
নারকেল তেল
নারকেল তেল হতে পারে আপনার দাগ দূর করার সবচেয়ে কার্যকরী প্রাকৃতিক উপাদান। নারকেল তেলে আছে ভিটামিন এ এবং কে যা দাগ দূর করতে সাহায্য করে। দাগের উপর সারারাত নারকেল তেল লাগিয়ে রাখুন। সকালে উঠে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিশ্চিন্তে আপনি এটা ব্যবহার করতে পারেন।

ছবি: সংগৃহীত
অ্যালোভেরা জেল
অ্যালোভেরা জেল প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে কাজ করে। দাগ দূর করতেও এটি সমান কার্যকর। আপনি যদি তাজা পাতা সংগ্রহ করতে পারেন তাহলে খুব ভালো হয়। উপরের আবরণ ফেলে দিয়ে ভেতরের নরম অংশ বের করে নিন। সরাসরি জেল মুখে মাখুন। সারারাত রেখে সকালে ধুয়ে ফেলুন। বাজারজাত অ্যালোভেরা জেলও আপনি ব্যবহার করতে পারবেন। প্রতিদিন ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন।

ছবি: সংগৃহীত
লেবুর রস
লেবুর তাজা রস যেকোনো দাগের জন্য খুব উপকারী। একটা ছোট বোলে লেবুর তাজা রস নিন। পরিষ্কার হাত অথবা কটন প্যাড দিয়ে রস দাগের উপর লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সবসময় মুখে হাত লাগানোর আগে হাত পরিষ্কার করে নিবেন।

ছবি: সংগৃহীত
ক্যাস্টর অয়েল
দাগ দুর করতে ক্যাস্টর অয়েল গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে। ক্যাস্টর অয়েলকে বলা হয় ম্যাজিক্যাল উপাদান। এই তেলে আছে ভিটামিন এ এবং ভিটামিন কে। আর ভিটামিন এ এবং ভিটামিন কে অ্যান্টি অক্সিডেন্ট সরবরাহ করে। কয়েক ফোঁটা তেল দাগের উপর লাগিয়ে সারারাত রেখে দিন। সকালে ধুয়ে ফেলুন। ভালো ফল পাবেন।

ছবি: সংগৃহীত