fbpx

প্রায় ১ ঘন্টা পর নিয়ন্ত্রণে ঢাকা শিশু হাসপাতালের আগুন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রায় এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতালে লাগা আগুন। শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ১টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২টা ৩৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, দুপুর ১টা ৪৭ মিনিটে আমাদের কাছে খবর আসে ঢাকা শিশু হাসপাতালে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২টা ৩৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে আরও দুটি ইউনিট যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় কারো হতাহতের খবর না মিললেও পুরো হাসপাতালজুড়ে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ছুটোছুটি করে সবাই নেমে আসেন নিচে।

Advertisement
Share.

Leave A Reply