fbpx

প্রিমিয়ারে প্রশংসিত ‘ব্ল্যাক ওয়ার’, চমক দেখালেন আরিফিন শুভ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অবশেষে মুক্তি পেল জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’।শুক্রবার (১৩ জানুয়ারি) দেশব্যাপী ৪৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।

মুক্তি আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মিরপুরের সনি স্কয়ারে অনুষ্ঠিত হয়েছে ‘ব্ল্যাক ওয়ার’ প্রিমিয়ার।যেখানে সিনেমাটির যৌথ পরিচালক সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা মিশা সওদাগর, আরিফিন শুভ, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্তসহ অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা।

প্রিমিয়ারে আসা দর্শকেরা তৃপ্ত ও আনন্দিত। তারা সিনেমাটি উপভোগ করেছেন বলে জানিয়েছেন, করেছেন ‘ব্ল্যাক ওয়ার’-এর প্রশংসা।

পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়াও আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ প্রমুখ।

কপ ক্রিয়েশন প্রযোজিত সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করেছেন চিত্রনায়িকা ববি হক।

প্রসঙ্গত, ২০২১ সালের (৩ ডিসেম্বর) মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১১টি দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হয়।

https://www.facebook.com/eveningshow.bbs/videos/861223131596191

Advertisement
Share.

Leave A Reply