fbpx

প্রিয়াঙ্কার ছবি দেখার অনুরোধ করলেন নিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত নতুন সিনেমা ‘দ্য হোয়াইট টাইগার’ এর প্রিমিয়ার হয়েছে নেটফ্লিক্সে শুক্রবার (২২ জানুয়ারি)। আর এটা নিয়ে গায়ক, অভিনেতা নিক জোনাস স্ত্রী প্রিয়াঙ্কাকে নিয়ে দারুন উচ্ছ্বসিত। প্রিয়াংকা এই সিনেমায় সহকারী প্রযোজক হিসেবেও কাজ করেছেন। প্রিয়াঙ্কাসহ ‘দ্য হোয়াইট টাইগের’ এর পুরো টিমকে নিক অভিনন্দন জানিয়েছেন।

সিনেমার প্রমোশনাল পোস্টার শেয়ার করেছেন সিনেমার অভিনয়শিল্পী প্রিয়াঙ্কা চোপড়া, রাজকুমার রাও এবং আদর্শ গৌরব।

নিক জোনাস লিখেছেন, ‘নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘দ্য হোয়াইট টাইগার’। এই সিনেমায় প্রযোজক এবং অভিনেত্রী উভয়ক্ষেত্রে দক্ষতার জন্য আমি আমার স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে অসম্ভব গর্বিত। সবাই সিনেমাটি দেখুন। টিমের সবাইকে অভিনন্দন।’

স্বামী নিকের টুইটের জবাবে ফিরতি টুইট করেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি লিখেছেন, ‘ভালোবাসি তোমাকে, নিক জোনাস।’

নিক আছেন বর্তমানে লস অ্যাঞ্জেলস আর প্রিয়াংকা তাঁর নতুন ছবির কাজে আছেন লন্ডনে। শিডিউল শেষে তিনি লস অ্যাঞ্জেলসে ফিরতে চেয়েছিলেন। কিন্তু লন্ডনে তৃতীয়বারের মতো লকডাউন ঘোষণা করায় সেটা সম্ভব হচ্ছে না আপাতত।

Advertisement
Share.

Leave A Reply