fbpx

প্রেমিকা অনন্যার বাড়িতে ফুল নিয়ে হাজির প্রেমিক ঈশান

Pinterest LinkedIn Tumblr +

শাহরুখপুত্র আরিয়ান খান এবং অনন্যা পান্ডে ছোটবেলা থেকেই বন্ধু। বন্ধুর বিপদে স্বভাবতই উদ্বিগ্ন ছিলেন চাঙ্কি পান্ডে তনয়া। তবে নিজেই যে মাদক কাণ্ডে জড়িয়ে যাবেন তা বোধ হয় ভাবেননি অনন্যা। গত বৃহস্পতিবার(২১ অক্টোবর) অনেকটা হঠাৎ করেই বাড়িতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) হানা দেয়। অনন্যার এই বিপদের দিনে প্রেমিক ঈশান খাট্টার প্রেমিকার পাশে এসে দাঁড়িয়েছেন।

শনিবার(২৩ অক্টোবর) অনন্যার বাড়িতে যান ঈশান। রাস্তায় গাড়ি থামিয়ে ফুল কেনেন বান্ধবীর জন্য। ঈশানের পরনে ছিল সাদা রঙের টি শার্ট, কালো ট্র্যাক প্যান্ট। ফুলের তোড়া নিয়ে অনন্যার বাড়িতে পৌঁছে যান তিনি।

২০২০ সালে ‘খালি পিলি’ সিনেমা দিয়ে তারা একসাথে প্রথম পর্দায় হাজির হয়েছিলেন। পর্দার প্রেম রূপান্তরিত হয় বাস্তবে। গত বছরের শেষের দিকে ছুটি কাটাতে একসঙ্গে মলদ্বীপ উড়ে গিয়েছিলেন ঈশান এবং অনন্যা। তবে দুই তারকাই  সম্পর্কের কথা গোপন রেখেছেন। তবে দুর্দিনে কে কী বলবে সে কথা না ভেবেই তিনি বান্ধবীর পাশে দাঁড়িয়েছেন।

Share.

Leave A Reply