fbpx
BBS_AD_BBSBAN
৪ঠা ডিসেম্বর ২০২২ | ১৯শে অগ্রহায়ণ ১৪২৯ | পরীক্ষামূলক প্রকাশনা

প্রেমিক পেতে তাইওয়ান থেকে জাপানে এমা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সঙ্গির খোঁজে তাইওয়ান থেকে জাপান যাচ্ছে একটি সাদা গণ্ডার। তাইওয়ানের এই গণ্ডারটির নাম এমা। বয়স পাঁচ বছর।

তাইওয়ানের লিওফু সাফারি পার্কে আরও ২৩টি গন্ডারের সাথে ছিল এমা। তবে বিরল প্রজাতির সাদা গণ্ডার হওয়ায় এখানে তার প্রেমিক মেলেনি।

তাই একে পাঠানো হচ্ছে জাপানের তাবু চিড়িয়াখানায়। সেখানে রয়েছে ১০ বছর বয়সী মোরান নামের একটি পুরুষ গন্ডার। এর সাথেই কিছু দিনের জন্য ঘর বাধবে এমা। ভালবাসার সাথে যেন ছানা-পোনাও জন্মায় তাই আশা করছে কর্তৃপক্ষ।

এশিয়ায় সাদা গন্ডারের সংখ্যা বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্বব্যাপী বন্য প্রাণী নিয়ে কাজ করা ওয়ার্ল্ড ওয়াইপ ফান্ড ফর নেচারের তথ্য অনুসারে, বিশ্বজুড়ে এখন রয়েছে ১৮ হাজার সাদা গন্ডার।

Advertisement
Share.

Leave A Reply