fbpx

প্রোটিয়া দলে করোনার হানা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ দিয়ে চলতি মাসের শেষ নাগাদ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে দক্ষিণ আফ্রিকা। প্রত্যাবর্তনের সিরিজ শুরুর আগে করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন এক প্রোটিয়া ক্রিকেটার। আক্রান্ত ক্রিকেটারের সংস্পর্শে আসা আরও দুই ক্রিকেটারকে পাঠানো হয়েছে আইসোলেশনে।

আসছে ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজের জন্য ক্রিকেটার, কর্মকর্তা, স্টাফসহ মোট ৫০ জনের করোনা পরীক্ষা করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। তাতেই এক ক্রিকেটারের শরীরে পাওয়া গেছে কোভিড-১৯ ভাইরাসের অস্তিত্ব।

তিন ক্রিকেটারকে আইসোলেশনে পাঠানো হলেও তাদের কারও নাম প্রকাশ করেনি প্রোটিয়া বোর্ড। এমনকি বদলি হিসেবেও কোনো ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করেনি তারা। আক্রান্ত তিন ক্রিকেটারকে রাখা হয়েছে বোর্ডের মেডিকেল ইউনিটের তত্ত্বাবধানে।

অন্যদিকে ইতোমধ্যেই প্রোটিয়া মুল্লুকে পা রেখেছে ইংলিশরা। আগামী শনিবার ভিন্ন ভেন্যুতে দুই দলই নিজেদের মধ্যে খেলবে প্রস্তুতি ম্যাচ।

Advertisement
Share.

Leave A Reply